সপ্তাহের শেষে ভারী বৃষ্টির পূর্বাভাস! ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

বাংলাহান্ট ডেস্ক : সকাল হলেই আকাশ জুড়ে চলছে কখনও রোদ, কখনও মেঘের খেলা। আবার মাঝে মাঝেই ঝেঁপে আসছে ক্ষণিকের বৃষ্টি, আবার কখনোও ঝোড়ো হওয়ার সাথে আকাশ জুড়ে ভীড় করছে কালো মেঘের দল। বিগত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গে (South Bengal) বিরাজ করছে এইরকম আবহাওয়াই (Weather)। বৃষ্টিপাতের (Monsoon) দরুণ তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে ষোলো আনা। একইসঙ্গে বাংলা জুড়ে বৃষ্টির ঘাটতি মেটার কোনও ইঙ্গিত দেয়নি আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। অন্যদিকে, উত্তরবঙ্গেও (North Bengal) কমছে বৃষ্টিপাত। আগামী কয়েকদিনে তাপমাত্রা (Weather Update) বাড়বে বলেই খবর।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫.৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৩%
বাতাস :  ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৫%

আজকের আবহাওয়ার খবর : জুন মাসের ধারাবাহিকতা রেখে জুলাইতেও প্রবল বৃষ্টিপাতের ঘাটতি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। এ মাসের শুরু থেকে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে বর্ষার প্রভাবে মুষলধারে বৃষ্টির আমেজ পায়নি মানুষ। আগামী কয়েকদিনে আবহাওয়ার খুব একটা পরিবর্তন ঘটবে না বলেই জানা গিয়েছে। এর মধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছে মৌসম ভবন। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেরও একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮২%।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গে কমছে বৃষ্টির প্রভাব। পাহাড়ের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে জলপাইগুড়ি ও কালিম্পং জেলার বেশ কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রির আশেপাশে থাকবে। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ৯১ শতাংশ। বাতাসে সর্বনিম্ন জলীয় বাষ্পের পরিমাণ হতে পারে ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০০৩.০ মিলিমিটার।

অন্যদিকে দক্ষিণবঙ্গে শনিবার রোদের দেখা মিলবে। পাশাপাশি কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে সেটা বিক্ষিতভাবে। আজ এবং কাল উপকূলের জেলাগুলি অর্থাৎ উত্তর – দক্ষিণ ২৪পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এর এই জেলা গুলিতে সামান্য বেশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে অন্যদিনের তুলনায়, এমনটাই জানা যাচ্ছে। কলকাতার ক্ষেত্রেও বিক্ষিপ্ত ভাবেই বৃষ্টি হবে বলে জানান হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।

আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে। বাড়তে চলেছে তাপমাত্রা দাবদাহ।

Sudipto

সম্পর্কিত খবর