আরও গরম পরবে, না হবে বৃষ্টি, জেনেনিন কি আপডেট দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিছুটা নিম্নগামী হলেও, এবার তাপমাত্রার পারদ চড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা (Weather)। বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা এখন নেই বললেই চলে। পড়বে গরম। চৈত্র মাসের শুরুর দিকে বৃষ্টিপাত হলেও, এখন থেকে কিন্তু গরম পড়বে। তাপমাত্রার পারদ বেশ ভালো মতই চড়বে বলে জানায় আবহাওয়া দফতর

summer new 222

আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। রৌদ্রজ্জ্বল আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে সর্বত্র। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ নেই বললেই চলে। বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হবে না তুষারপাতও। এবার থেকে বাড়বে তাপমাত্রা। আগামীকাল ৩৭ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবন রয়েছে। রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও, তাপমাত্রার খুব একটা হের ফের হবে না বলে জানায় হাওয়া অফিস।

আবার আবহবিদরা জানিয়েছেন তাপমাত্রার পারদ চড়বে সারা মার্চ-এপ্রিল-মে মাস জুড়ে। এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশ বেশি।এছাড়া উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশেও এ বার ব্যাপক গরম পড়বে ৷

summer

শহর কলকাতার তাপমাত্রাও বাড়বে বলে জানায় হাওয়া অফিস।বেশকিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি করে বাড়বে, তো আবার কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে। তবে অতিরক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি। গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু থাকবেই। তারপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

ad

Smita Hari

সম্পর্কিত খবর