বাংলাহান্ট ডেস্ক : অবশেষে কি সুখবর এল দক্ষিণবঙ্গের (South Bengal) জন্য? অন্তত আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী সেরকম আশা রাখতেই পারে দক্ষিণবঙ্গের মানুষ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে (Weather Update)। এখনও পর্যন্ত সেভাবে ভারী হয়নি দক্ষিণবঙ্গে। তবে হাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহেই কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে মঙ্গলবার থেকেই আবহাওয়া বদলাতে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমতে চলেছে তাপমাত্রাও।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ২৮.৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮১%
আজকের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ মেঘলা থাকবে শহরের আকাশ। গতকালের থেকে বাড়বে বৃষ্টির সম্ভবনা। দফায় দফায় বৃষ্টি হবে কলকাতায়। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, গতকাল রাতে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ। আপাতত কলকাতায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা প্রায় নেই। বৃষ্টিপাত হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও কিছুটা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : এই মরশুমে নির্ধারিত সময়ের অনেকটা আগেই রাজ্যে প্রবেশ করেছিল বর্ষা। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সঙ্গে সঙ্গেই শুরু হয় ভারী বৃষ্টিপাত। কিন্তু, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এরপরেও উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টিপাতের কিছুটা ঘাটতি রয়েছে। গতকাল সোমবার পাহাড়র কোনও জেলাতেই ভারী বৃষ্টি হয় নি। কিন্তু, আজ মঙ্গলবার থেকেই উত্তরের জেলাগুলিতে আবারও বাড়তে চলেছে বৃষ্টি।
এই মরশুমে একদম শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনায় অনেকটাই কম। দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের ঘাটতি প্রায় ৫০ শতাংশ। তবে, আজ থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। সঙ্গে পাল্লা দিয়ে কমবে তাপমাত্রাও। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।
আগামীকালের আবহাওয়া : আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়তে চলেছে সারা বাংলা জুড়েই। দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভবনা। এরই সঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।