বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গের (North Bengal) বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি (rain) হলেও বাকি রাজ্যে অতিরিক্ত আর্দ্রতার কারণে বেশ অস্বস্তিকর পরিস্থিতি। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে আজ দুপুরের পর থেকে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
একনজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৮১%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬১%
আজকের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে সর্বোচ্চ ৯১ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩০ জুলাই শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ আরও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার নাগাদ ওপরের পাঁচ জেলার সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আপাতত পাহাড়ের জেলাগুলির তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
অন্যদিকে ৩০ জুলাই অর্থাৎ শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর রবিবার নাগাদ দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে মৌসম ভবন। এছাড়া আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সেই রকম কোনও সম্ভাবনা প্রায় নেই। সম্ভাবনা নেই তাপমাত্রার পরিবর্তনেরও।
আগামীকালের আবহাওয়া : উত্তরবঙ্গে আবারও বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় কিছুটা বৃষ্টি হলেও তা বর্ষার ঘাটতি কমাতে যথেষ্ট নয়। রবিবার শহরে বৃষ্টির দেখা মিলতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।