আমূল-পরিবর্তন আবহাওয়ায়, ঝড়বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রাও, ভিজতে চলেছে দক্ষিণের কয়েকটি জেলা

বাংলাহান্ট ডেস্ক : এই সপ্তাহেই আমূল-পরিবর্তন হতে চলেছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আবহাওয়ার (Weather Forecast)। আবাহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ বিকেলের পর অন্তত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে অনেকটাই বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। পাশাপাশি বৃষ্টির দাপটও যথেষ্টই বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। উত্তরবঙ্গেও বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই আবহাওয়ায় এই পরিবর্তন আসতে চলেছে বলে মনে করছে হাওয়া অফিস।

আজকের আবহাওয়ার খবর এক নজরে

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬.৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৩%
বাতাস :  ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৩%

আজকের আবহাওয়ার খবর

ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিমে প্রভাব ফেলতে পারে। তবে সেই প্রভাব ৪৮ ঘণ্টার আগে পরবে না বলেই জানাচ্ছে মৌসম ভবন। তবে কলকাতায় মারাত্মক অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হবে। ইতিমধ্যেই  বাড়তে শুরু করেছে শহরের তাপমাত্রা। সোমবার দিনের তাপমাত্রা ছিল ৩৪ .৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি। তার সঙ্গে বেড়েছে রাতের তাপমাত্রাও।গত ২৪ ঘন্টায় ছিটেফোঁটা বৃষ্টিও পায়নি শহর। মঙ্গলবারও আংশিক মেঘলা এবং মাঝে মাঝে পরিস্কার আকাশ থাকবে বলে জানা যাচ্ছে।  সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরাজ করবে অসহ্য গুমোট আবহাওয়া।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে বলে জানা যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। সম্ভাবনা থাকছে বজ্রপাতেরও।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে  উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে মৌসম ভবন।

আগামীকালের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টায় বদলে যাবে আবহাওয়ার অবস্থা। দক্ষিণবঙ্গে এবারে কৃপণ বর্ষা। দু’চার ফোঁটা বৃষ্টিতেই খুশি থাকতে হবে শহরবাসীকে থাকবে গুমোট গরম। সঙ্গে অত্যাধিক আদ্রতা। উত্তরবঙ্গে কিছুটা কমবে বৃষ্টির তীব্রতা।

Sudipto

সম্পর্কিত খবর