পুজোয় বাংলার দিকে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ‘গতি’ ! সিঁদুরে মেঘ দেখছে আম্ফান বিধ্বস্ত বাংলা

Weather update : কয়েকদিন আগেই আম্ফানে বিধ্বস্ত হয়েছিল বাংলা। সেই স্মৃতির দগদগে ঘা এখনো তাজা সুন্দরবন সহ দক্ষিণ বাংলার জেলাগুলিতে। এবার দুর্গোৎসবে ফের নতুন ঘুর্ণিঝড়! এমনটাই সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

IMG 20200912 085559
বাংলার আবহাওয়া

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে জোড়া নিম্নচাপ। যার মধ্যে একটি ঘুর্ণিঝড় হওয়ার সম্ভাবনা প্রবল। যদি এই দুই নিম্নচাপের মধ্যে একটি ঘুর্ণিঝড়ের রূপ নেয় তবে তার নাম হবে ‘গতি’.

জানা যাচ্ছে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে ঘুর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করে তীরে আছড়ে পড়তে পারে। সেই সময়ই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা৷ তাই ঘুর্ণিঝড়ের দাপটে এবার উৎসব ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ঠিক কোন দিকে এই ঘুর্ণিঝড় যাবে তা এখনো সঠিকভাবে বোঝা যাচ্ছে না। আবহাওয়া বিদদের একাংশের মতে ঝড়টি বাংলাদেশের দিকে ঘুরে যেতে পারে। তবে সেক্ষেত্রেও পশ্চিমবঙ্গে বেশ খানিকটা প্রভাব ফেলবে।

 


সম্পর্কিত খবর