আগামী ২৪ ঘণ্টার মধ্যেই হালকা বৃষ্টির সম্ভাবনা এই সকল জেলাগুলিতে: আবহাওয়ার খবর

   

বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গে ইতিমধ্যেই মৌসুমি বায়ুর প্রভাবে চলছে বৃষ্টিবর্ষা। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতিরিক্ত আর্দ্রতার কারনে গুমোট গরম বজায় থাকছে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। শহর কলকাতাতেও অতিরিক্ত আর্দ্রতার কারনে বজায় থাকবে ভ্যাপসা গরম। বেলা যত বাড়াবে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরমও তাপমাত্রাও। কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া? জেনে নিন কী বলছে আবহাওয়া দপ্তর।

এক নজরে আবহাওয়ার খবর 

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১%
বাতাস : ২০.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৯%

আজকের আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিত আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আগামী ২৪ ঘন্টায় পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে
দিনের তাপমাত্রার পরিবর্তনের বিশেষ কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে নেই দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের কোনও পূর্বাভাসও। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ মৌসুমী বায়ুর জন্য অনূকুল পরিস্থিতি তৈরি হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে সামনের সপ্তাহ থেকেই শহরে শুরু হতে পারে বর্ষা।

মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি জেলাতেও হতে পারে ভারী বৃষ্টি। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে। শনিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের ভারী থেকে অতিভারী বৃষ্টি আর দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যবঙ্গের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কোনও পরিবর্তন হবে না।

আগামীকালের আবহাওয়া

এখনও বৃষ্টির ঝাঁপি খুলল না দক্ষিণবঙ্গে। তবে কাল শহরে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে, যদিও সেটা মৌসুমি বায়ুর প্রভাবে নয় বলেই জানা যাচ্ছে। তবে এই বৃষ্টি গুমোট অবস্থা কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। থাকছে প্রবল বর্ষনের সর্তকতাও।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর