কলকাতার পরে বেঙ্গালুরু! ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড বাগানের শহর, আবহাওয়া দপ্তর জারি করল সতর্কতা

বাংলাহান্ট ডেস্কঃ আমফানের তাণ্ডবে ছত্রভঙ্গ শহর কলকাতা, এখনো স্বাভাবিক করা যায়নি তিলোত্তমাকে। এরই মধ্যে চরম ঝড় বৃষ্টি শুরু হয়েছে বেঙ্গালুরু শহরে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নগরবাসীকে।

rain 1 4

জানা যাচ্ছে, গাছ পড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ এই শহরে। আগামী এক সপ্তাহ চিকমাগালুর, মান্ডা, হাসান, কোগা়ডা ইত্যাদি বহু জায়গায় একটানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ।

পাশাপাশি আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিল শহর কলকাতা ও দক্ষিণের জেলাগুলির জন্য। আগামী ৪৮ ঘণ্টায় ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ভিজবে দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, আগামী ৩-৪ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তর বাংলার ৫ জেলায়। হালকা বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৫টি জেলা এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতা (Kolkata) শহরে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। তবে তাপমাত্রার খুব একটা হেরফের আজ লক্ষ্য করা যাবে না। গতকাল সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। ধীরে ধীরে আরও মেঘ ঘনীভূত হতে পারে। সাথে দমকা বাতাসও বইবে জানাচ্ছে হাওয়া অফিস।

সম্পর্কিত খবর