বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়া : সকাল থেকেই দক্ষিণ বঙ্গের আকাশে মেঘের ঘনঘটা সাথে ঝোড়ো হাওয়া। তুলনামূলক ভাবে কলকাতায় কম বৃষ্টি হলেও প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার কয়েকটি জেলা, এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর (weather office)
আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বর্ধমান, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হবে আজ। সাথে থাকবে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতেও। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে রয়েছে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা।
হাওয়ার গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ৫৫ কিলোমিটার পর্যন্ত। যার জেরে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। মৎস্যজীবিদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, সমুদ্রের তীরে যেতেও সতর্ক করা হয়েছে সাধারণ মানুষদের।
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। টানা কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমেছে। বুধবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। বেলার দিকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে রাতের দিকে বৃষ্টি বৃদ্ধির বদলে হালকা মেঘ বৃদ্ধি পাবে।
সেইসঙ্গে নিচু এলাকায় জল জমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত সেইসঙ্গে নতুন নিম্নচাপের জেরে বাংলার দক্ষিণের বেশকিছু নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে।