ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল! আমফানের মাসেই ফের ছারখার বাংলা? সাইক্লোন নিয়ে বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহে স্বস্তির বৃষ্টির পর এই সপ্তাহ থেকে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ (Weather Update)। সোমবার মোটের ওপর শুষ্কই ছিল দক্ষিণবঙ্গ। এর মাঝেই ঘূর্ণিঝড় নিয়ে এল এক বিরাট আপডেট। মে মাসের শেষেই পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ উপকূলে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের (Cyclone) প্রকোপ দেখা দিতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রেমাল (Cyclone Remal) নিয়ে মিলেছে এমনই একটি আপডেট।

বছর চারেক আগে এই মে মাসেই এক ঘূর্ণিঝড়ের দাপট দেখেছিল বঙ্গবাসী। আমফানের স্মৃতি এখনও অনেকের মনে টাটকা। ২০২০ সালের ২০ মে বাংলায় তাণ্ডবলীলা চালিয়েছিল আমফান। প্রায় সম্পূর্ণ দক্ষিণবঙ্গে (South Bengal) প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার সেই আমফানের মাসেই বাংলায় (West Bengal) আরও একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। আগামী ২০ মের মধ্যে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে তা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে অনুমান। তবে সেই ঝড়ের অভিমুখ কিংবা গতিপথ কোনদিকে হতে পারে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ হাতে কয়েকদিন! সময়ের অনেক আগেই আসছে বর্ষা, কবে? দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর

প্রাথমিক অনুমান, এই ঘূর্ণিঝড়টিও চার বছর আগের আমফানের মতোই বিধ্বংসী হতে পারে। তবে এর শক্তি কতখানি হবে অথবা এটি আদৌ শেষ অবধি সুপার সাইক্লোনের চেহারা নেবে কিনা সেটা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বঙ্গোপসাগরের বুকে সাইক্লোন জন্ম নিলে সেটার নাম রাখা হবে রেমাল। প্রাথমিক পূর্বাভাস অনুসারে, আগামী ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতেপারে। সোজা উত্তর দিকে সেটি শক্তিবৃদ্ধি করবে। আগামী ২৪ মে এটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। ২৫ মে সন্ধ্যাবেলার পর সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে এগোতে পারে।

Cyclone Remal forecast weather update

২০২০ সালের মে মাসে আমফান তাণ্ডবলীলা চালালেও আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, এই ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী নাও হতে পারে। ঝড়ের কেন্দ্রের হাওয়ার গতিবেগ সর্বাধিক ১০০ কিমি হতে পারে। এর ফলে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সাইক্লোনের জেরে আগামী ২৪ মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে, চলতে পারে ২৬ মে অবধি। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, যতক্ষণ অবধি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না, ততক্ষণ অবধি এর শক্তি কতখানি হবে কিংবা এর গতিপথ কোনদিকে হবে সেটা বলা যাচ্ছে না।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর