বাংলা হান্ট ডেস্কঃ হাঁসফাঁস গরম শেষে গত সপ্তাহে স্বস্তির বৃষ্টিতে ভিজেছিল দক্ষিণবঙ্গ (South Bengal)। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ফের বেড়েছে তাপমাত্রা (Weather Update)। এর মাঝেই সুখবর শোনালো হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার জেরে ফের বৃষ্টিতে ভিজবে বাংলা।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (West Bengal) ৩-৪ ডিগ্রি অবধি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলে কিছু কিছু জেলার তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে আগামি কয়েকদিন শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা সর্বাধিক ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ১৮ এবং ১৯ মে তা ৩৮ ডিগ্রির গণ্ডি টপকাতে পারে বলে খবর।
তবে মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আবার অসমের ওপরেও একটি ঘূর্ণাবর্ত আছে। আগামী ৩১ মে-র মধ্যে দেশে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ১৬ মে বীরভূম, পশ্চিম বরধ্মান, মুর্শিদাবাদে বৃষ্টিপাত হতে পারে। ১৭ মে আবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বরধ্মান, পশ্চিম বরধ্মান, মুর্শিদাবাদ এবং বীরভূমে অস্বস্তিকর গরম থাকতে পারে। এর জন্য জারি থাকবে হলুদ সতর্কতা। তবে সেদিন দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা বৃষ্টিতে ভিজতে পারে।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে… বড় বিপদ থেকে বাঁচলেন শঙ্কুদেব পণ্ডা! ঘটে গেল মারাত্মক ঘটনা
অন্যদিকে উত্তরবঙ্গে আবার আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ৫টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ১৭ মে আবার শুধু দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি ভিজতে পারে। এরপরের দিন ফের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। ২০ তারিখ থেকে আবার বাড়তে পারে বৃষ্টি। ২০ এবং ২১ তারিখ উত্তরের সকল জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে ১৮ মে দক্ষিণবঙ্গ শুষ্ক থাকবে। হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে অস্বস্তিকর গরম থাকতে পারে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে আবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ১৯ মে আবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ২০ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলাতেই অল্প বৃষ্টি হতে পারে। গরমের হলুদ সতর্কতা জারি থাকবে।
তবে ২১ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সেদিনও কলকাতা সহ সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ২২ মে দুই ২৪ পরগণা, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।