বাংলাহান্ট ডেস্কঃ কলকাতায় সকাল থেকেই মাথার ওপর ঠায় একদৃষ্টিতে চেয়ে আছেন সূয্যিমামা। পারদ প্রতিদিনই নিজেকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। আবহাওয়া দপ্তর প্রতিদিন বৃষ্টির যে পূর্বাভাস দিচ্ছে তা মিলছে না। অন্যদিকে বরফে ঢাকল দার্জিলিং। তবে তুষারপাতে নয়, শিলাবৃষ্টিতে সাদা চাদরে ঢাকা পড়ল বাঙালির প্রিয় শৈলশহর।
বৃহস্পতিবার সকাল থেকেই পাহাড়ে তাপমাত্রা পড়তে শুরু করে। শুরু হয় শিলাবৃষ্টি। দার্জিলিংয়ের রংবুলে ৫৫ নং জাতীয় সড়ক বরফের টুকরোতে ঢেকে যায়। দূর থেকে যেন মনে হবে বরফের সাদা চাদরে মুড়ে গিয়েছে পাহাড়। লক ডাউনে গৃহ বন্দী পাহাড়বাসী উপভোগ করছে এই দৃশ্য । দার্জিলিঙয়ে পাশাপাশি সিকিমের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।
অন্যদিকে, শুক্রবার দেশের অনেক রাজ্যে বৃষ্টি হতে পারে। দুটি রাজ্যে ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য 8 রাজ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় ভারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
পাশাপাশি তামিলনাড়ু, কর্ণাটক সহ দক্ষিণ ও উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় সন্ধ্যের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতে আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৮ ডিগ্রির আশেপাশে এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।