তুমুল বৃষ্টিতে ভিজতে পারে বাংলা! আগামী ২৪ ঘন্টায় প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বাংলাহান্ট ডেস্ক : ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে তৈরি হবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে। আইএমডি ইতিমধ্যেই ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা জারি করেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হবে এই ঘূর্ণিঝড় (Cyclone)। বুধবার থেকে তুমুল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উড়িষ্যার জন্য। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে।

আইএমডি ভুবনেশ্বরের ডিরেক্টর এইচ আর বিশ্বাস জানিয়েছেন, “একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। সেটি ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। উপকূলবর্তী রাজ্যগুলিতে এর ফলে আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।” মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হবে ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে।

ইতিমধ্যেই মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে সমুদ্রে যেতে। গত ১৭ ই জুলাই থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি সৃষ্টি হতে থাকে। এর ফলে সোমবার থেকে কিছুটা হলেও বৃষ্টি বেড়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দুপুরে ভারী বৃষ্টি হয়েছে কলকাতা ও তার সংলগ্ন এলাকায়। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে ৩৬ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে।

Weather

হাওয়া অফিস মনে করছে আগামী সপ্তাহের মধ্যে বৃষ্টিপাতের ঘাটতি অনেকটাই কমে যাবে। অন্যদিকে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে দিল্লির। রাজধানীর অধিকাংশ এলাকা এখনও জলের তলায়। মঙ্গলবার একটি ছবিতে দেখা যায় তাজমহলের সামনে ভরে গিয়েছে জলে। এই ছবি ১৯৭৮ সালের দিল্লির বন্যার কথা মনে করিয়ে দিচ্ছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর