বঙ্গোপসাগরে তৈরী জোড়া ঘূর্ণাবর্ত! মুহূর্তেই পাল্টাবে আবহাওয়া, বড়সড় ওয়েদার আপডেট

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহান্তেই আবহাওয়া (Weather) বদলের বড়সড় ইঙ্গিত মিলল। বিগত কিছুদিন থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় চলছে ঝড়-বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ বৃষ্টির অভাবে খাঁ খাঁ করছে। প্রচন্ড গরমে রীতিমতো নাজেহাল হয়ে পড়ছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। বৃষ্টির জন্য কার্যত চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে আছে দক্ষিণবঙ্গবাসী।

কিন্তু চলতি সপ্তাহের শেষেই বদলাতে চলেছে বঙ্গের আবহাওয়া। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থান করবে দুটি ঘূর্ণাবর্ত। নিম্নচাপের কারণে সপ্তাহের শেষে বৃষ্টিপাত বাড়বে শহর কলকাতায়। যদিও কতটা বৃষ্টিপাত হবে তা নির্ভর করছে পরবর্তী ঘূর্ণাবর্ত কবে তৈরি হচ্ছে তার উপর। এদিকে, শুক্রবারেও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নেমে আসার কারণে চলতি সপ্তাহের শেষ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও হ্রাস পাবে।

todays Weather report 9 th july of west Bengal

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাত না হওয়ার কারণ হিসেবে উঠে এসেছিল মৌসুমী বায়ুর বিলম্ব প্রবেশ এবং কোনও নিম্নচাপ তৈরি না হওয়া। এদিকে, শুক্রবার থেকেই উত্তরবঙ্গে কমবে বৃষ্টিপাত। তবে, দিল্লির বানভাসি পরিস্থিতি দেখে রীতিমতো চিন্তায় কলকাতাবাসীও।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X