আবহাওয়ার খবর : ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে চলতি সপ্তাহে শীতের আমেজ অনুভব করবে কলকাতা

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : গোটা বছর ধরে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না কিছুতেই।শীতের পরে বসন্তের শুরুতেও একই কাণ্ড, কিছুতেই বন্ধ হচ্ছে না বৃষ্টি।আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে এই বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে রয়েছে বঙ্গোপসাগর থেকে আসা ঠান্ডা বাতাসও।এই অকাল বৃষ্টির সঙ্গে বর্ষার কোনও যোগসূত্র নেই।

বারবার অসময়ে এই পশ্চিমী ঝঞ্জার আগমন ও বঙ্গোপসাগর থেকে আগত ঠান্ডা বাতাস, ঝমঝমিয়ে বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া সব মিলিয়ে প্রকৃতির এই ভ্রুকুটিতে মার্চ মাসের মাঝখানের গরমেও শীতের আমেজ অনুভব করবেন রাজ্যবাসী।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে বারবার রাজ্যজুড়ে বৃষ্টিপাত হয়ে গেছে। গতকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল কলকাতা সহ একাধিক জেলায়। গতকাল সন্ধ্যার পর থেকেই কলকাতায় বইতে শুরু করে ঝোড়ো খাওয়া। কোথাও কোথাও হয় বৃষ্টি। সন্ধ্যার পর থেকে ঠান্ডা ঝড়ো হাওয়া বওয়ার কারণে মার্চের মাঝামাঝি তেও কিছুটা হলেও পরিবর্তন হয় আবহাওয়ার।

আগামী ৭২ ঘণ্টায় দেরাদুন, উত্তরাখন্ড, হরিদ্দারে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আগামী ৪৮ ঘন্টায় বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড় ইত্যাদি রাজ্যের কিছু কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।ফের বৃষ্টি নাজেহাল করতে চলেছে জেলার মানুষকে ,তাই চলতি সপ্তাহে রাস্তায় বেরোলে অবশ্যই ছাতা নিয়ে বেরোন।

X