২১ জুলাই পর্যন্ত বাংলা সহ ৩ রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া দপ্তর জারি করল লাল সতর্কতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক / আবহাওয়ার খবর : ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৯ থেকে ২১ জুলাই উত্তরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা। বাংলার পাশাপাশি লাল সতর্কতা জারি হয়েছে আসাম ও মেঘালয় রাজ্যেও।

বাংলার আবহাওয়া/ weather of west bengal

এই রাজ্যগুলি ছাড়াও আরেক উত্তর পূর্বের রাজ্য অরুনাচল প্রদেশে ১৯ ও ২০ তারিখের জন্য হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। ২১ তারিখের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।

বাংলার আবহাওয়া/weather of west bengal

প্রত্যাশিত বৃষ্টিপাতের ফলে আসামের বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে বৃহস্পতিবারের পর্যন্ত রাজ্যের ৩৩ জেলার মধ্যে 27 জেলার ৩৯.৮ লক্ষাধিক মানুষ বন্যা দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছে।

weather of west bengal/বাংলার আবহাওয়া

শনিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে ঝলমলে রোদ দেখা যাচ্ছে। কখনও রোদের ছটা, তো সঙ্গে সঙ্গেই আবার কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ। সেই সঙ্গে রয়েছে আদ্রতা জনিত অস্বস্তিও। সোনালী রোদ বিরাজ করার মাঝেই কালো মেঘ উড়ে এসে দু এক পশলা বৃষ্টিও হয়ে যাচ্ছে। আবার ফিরে আসছে রোদের ঝলকানি।

বাংলার আবহাওয়া/ weather of bengal

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কখনও মেঘ, আবার কখনও বৃষ্টি আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যাচ্ছে কলকাতায়। আজ হালকা বৃষ্টি এবং সেইসঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

X