আবহাওয়ার খবর : টানা ৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন কোথায় কোথায় হবে বৃষ্টি

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়া : ভারতের আবহাওয়া অধিদপ্তর (weather office) জানিয়েছে বেশ কয়েকটি রাজ্যে আগামী ৪ দিন ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে বিপর্যস্ত হতে পারে জনজীবন৷ বেশ কিছু এলাকায় নদীর প্লাবনের কারনে বন্যার সম্ভাবনাও রয়েছে।

rains in kolkata 27.02 1

বৃহস্পতিবার ওড়িশায় ভারী বৃষ্টির কারণে বহু এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। টানা তিন দিন ধরে জম্মু ও কাশ্মীরের বৃষ্টিপাতের কারণে বেড়েছে নদীর জল। এরই মধ্যে, ভারত আবহাওয়া অধিদফতর (আইএমডি) আগামী চার দিনের মধ্যে মধ্য ও উত্তর ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

rain northbengal1

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় পূর্ব মধ্য প্রদেশের চারটি জেলা বালাগাট, টিকমগড়, দামোহ এবং সাগর মধ্যে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, গুজরাট এবং গোয়ায় বিচ্ছিন্ন ভাবে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

rain kolkata 1

বাংলার আবহাওয়া :
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। টানা কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমেছে। তবে এবার তাপমাত্রা কিছুটা হলেও বাড়তে পারে।

kolkata rain
বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে সারাদিন সামান্য বৃষ্টির পর শুক্রবার আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলার দিকে আসতে আসতে মেঘলা আকাশ বিরাজ করবে। তবে আজ কিন্তু সকাল থেকে বেশ পরিষ্কার রৌদ্রজ্জ্বল আকাশই দেখা যাচ্ছে। নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা স্থান পরিবর্তন করছে। যার জেরে এবার দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টি যাচ্ছে উত্তরবঙ্গে, এমনটাই জানাচ্ছে আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে।

 

সম্পর্কিত খবর