প্রবল বৃষ্টির জেরে বন্যায় ভাসবে ভারতের এই রাজ্যগুলি; আবহাওয়া দপ্তর জারি করল সতর্কতা

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : অতিবৃষ্টির জেরে ভারতের বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই বন্যা বিপর্যস্ত। পূর্বভারতের আসাম, বিহার, উড়িষ্যায় ইতিমধ্যেই বন্যা হয়েছে। এবার আরো কিছু রাজ্যে বন্যার সতর্কতা জারি করল আবহাওয়া (weather) দপ্তর।

asam

আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, অতিবৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে ভাসাতে পারে বিস্তীর্ণ অঞ্চল। উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে বন্যার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ অঞ্চল পাহাড় হওয়ায় এই রাজ্যগুলিতে হতে পারে ভূমিধসও।

north bengal flood 1200
গত কাল উত্তরপ্রদেশে বৃষ্টির জমা জলে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের গোশালা আন্ডারপাসে জমে থাকা জলে ডুবে মৃত্যু ঘটেছে এক শিশুর। জল জমে দিল্লির ও একাধিক এলাকায় ট্র‍্যাফিক জ্যাম সৃষ্টি হয়েছে। নিজামুদ্দিন, গ্রেটার কৈলাস, লক্ষীনগর জলমগ্ন বলে জানা গিয়েছে।

people wade through floodwaters to shift to safer areas in flood affected lakhimpur district 1441691908140 12 1502528888
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বেশ কয়েকটি রাজ্যে আগামী ৪ দিন ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে বিপর্যস্ত হতে পারে জনজীবন৷ বেশ কিছু এলাকায় নদীর প্লাবনের কারনে বন্যার সম্ভাবনাও রয়েছে।

rain 2 2

বৃহস্পতিবার ওড়িশায় ভারী বৃষ্টির কারণে বহু এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। টানা তিন দিন ধরে জম্মু ও কাশ্মীরের বৃষ্টিপাতের কারণে বেড়েছে নদীর জল। এরই মধ্যে, ভারত আবহাওয়া অধিদফতর (আইএমডি) আগামী চার দিনের মধ্যে মধ্য ও উত্তর ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

rains in kolkata 27.02 1

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ পূর্ব মধ্য প্রদেশের চারটি জেলা বালাগাট, টিকমগড়, দামোহ এবং সাগর মধ্যে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, গুজরাট এবং গোয়ায় বিচ্ছিন্ন ভাবে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

সম্পর্কিত খবর