আবহাওয়ার খবর : ১০ জেলায় তিন দিন ধরে চলবে প্রবল বর্ষণ, জারি হলুদ সতর্কতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : হিমাচল প্রদেশের আবহাওয়া দপ্তর (weather office) জানিয়েছে, ঐ রাজ্যের ১০ জেলায় আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই মর্মে সেখানকার আবহাওয়া দপ্তর জারি করল হলুদ সতর্কতা।

Yellow weather alert in 10 districts of himachal pradesh

আবহাওয়া দপ্তর সিমলা, বুধবার থেকে উনা, বিলাসপুর, হামিরপুর, কাংড়া এবং সিমলা, সোলান, সিরমৌর, মান্ডি, কুলু ও চম্বার বেশিরভাগ কেন্দ্রীয় পার্বত্য জেলাগুলিতে বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কিন্নৌড় এবং লাহাল স্পিতির উঁচু পর্বত জেলাগুলিতে সাধারণ বর্ষার পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, পশ্চিম উত্তর প্রদেশ এবং রাজস্থান এবং বুধবার থেকে শুক্রবার উত্তরাখণ্ড ও পূর্ব উত্তর প্রদেশ প্রবল বৃষ্টির সম্মুখীন হবে। জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং হিমাচল জুড়েও বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।


অন্যদিকে, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের এই ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানাছে হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারী করা হয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে। অন্য জেলাগুলিতেও হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

সম্পর্কিত খবর

X