আগামী ২৪ ঘন্টায় ধেয়ে আসছে তুমুল বৃষ্টি; জেনে নিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়া: আবহাওয়া দপ্তরের (weather office)   শেষ আবহাওয়া আপডেটে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় গুজরাট, পশ্চিমবঙ্গ, সিকিমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মধ্য প্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘায়োয়, নাগাল্যান্ড, মণিপুর, মধ্য রাজ্য, কোঙ্কন, গোয়াতে হবে ভারী বৃষ্টি।

IMG 20200824 081934

অন্যদিকে, আগস্ট মাসের শেষের ২ দিন এবং সেপ্টেম্বর মাসের প্রথম ৪ দিন টানা বৃষ্টির পূর্বাভাস দেশের রাজধানী দিল্লিতে।  যার জেরে রাজধানীর বিভিন্ন অংশ জলমগ্ন হবার সম্ভাবনা। জলজমে শহরের বিভিন্ন রাস্তায় ট্রাফিক যন্ত্রনা বাড়বে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।

IMG 20200818 080556

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বেশ কয়েকটি রাজ্যে আগামী ২ দিন ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে বিপর্যস্ত হতে পারে জনজীবন৷ বেশ কিছু এলাকায় নদীর প্লাবনের কারনে বন্যার সম্ভাবনাও রয়েছে।বৃহস্পতিবার ওড়িশায় ভারী বৃষ্টির কারণে বহু এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। টানা  তিন দিন ধরে জম্মু ও কাশ্মীরের বৃষ্টিপাতের কারণে বেড়েছে নদীর জল। এরই মধ্যে, ভারত আবহাওয়া অধিদফতর (আইএমডি) আগামী চার দিনের মধ্যে মধ্য ও উত্তর ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

rain1 2

প্রসঙ্গত, গত ৪৪ বছরে এমন বৃষ্টি হয় নি ভারতে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এমনটাই।  পিটিআই এর এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এবছর আগস্ট মাসে ২৫ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর আগে ১৯৮৩ সালের আগস্ট মাসে ২৩.৮% অতিরিক্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।  ১৯৭৬ সালের আগস্ট মাসে ২৮.৪% অতিরিক্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

,


সম্পর্কিত খবর