পশ্চিমে সরছে নিম্নচাপ, অস্বস্তিকর আর্দ্রতা শহর কলকাতায় : আবহাওয়ার খবর

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়া : আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমে সরে যাচ্ছে। যার ফলে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। একই সাথে শহর কলকাতায় ( kolkata ) বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।

বাংলার আবহাওয়া/ weather of west bengal

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে শহরের আকাশে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে বেশ কয়েকটি এলাকায় বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাতাসে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি জানাচ্ছে হাওয়া অফিস।

ঘনীভূত হওয়া নিম্নচাপ সরে গিয়েছে মধ্যপ্রদেশের দিকে। এই নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূলে তৈরি হয়ে ছত্তিশগড় পেরিয়ে মধ্যপ্রদেশের দিকে বাঁক নিয়েছে। যার ফলে বাংলা থেকে বিদায় নিচ্ছে নিম্নচাপ। সোমবার দুএক পশলা বৃষ্টির পর মঙ্গলবারও সামান্য বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়াবিদরা। তবে বুধবার থেকে বাংলার বিভিন্ন এলাকায় ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় কর্ণাটকের ৭টি জেলায় ভয়ংকর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ও উত্তর কান্নাড়া, উদুপি সহ ৭ জেলায় অতিরিক্ত বৃষ্টির কারনে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, কাবেরী ও কৃষ্ণা নদী ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে। কর্ণাটক সরকার ইতিমধ্যেই স্লাইস গেট খুলে দিয়েছে। যার ফলে বন্যার সম্ভাবনাও রয়েছে।

আজ মুম্বাই ও সংলগ্ন অঞ্চলগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে ফের একবার জলমগ্ন হতে পারে বাণিজ্য নগরী। যার জেরে রাস্তায় স্বাভাবিক যান চলাচল বন্ধ হবে।

 

X