বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়া : আজ সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা থাকলেও হবে না তেমন বৃষ্টি, এমনটাই জানাল আবহাওয়া (weather) দপ্তর। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ও আর্দ্রতা বেড়ে অস্বস্তি বাড়াবে।
সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে শহরের আকাশে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে বেশ কয়েকটি এলাকায় বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাতাসে বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি জানাচ্ছে হাওয়া অফিস
ঘনীভূত হওয়া নিম্নচাপ সরে গিয়েছে মধ্যপ্রদেশের দিকে। এই নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূলে তৈরি হয়ে ছত্তিশগড় পেরিয়ে মধ্যপ্রদেশের দিকে বাঁক নিয়েছে। যার ফলে বাংলা থেকে বিদায় নিচ্ছে নিম্নচাপ। সোমবার দুএক পশলা বৃষ্টির পর মঙ্গলবারও সামান্য বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়াবিদরা। তবে বুধবার থেকে বাংলার বিভিন্ন এলাকায় ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ।
উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। তবে তা সামান্য।
পাশাপাশি, নতুন আরেকটি নিম্নচাপের সম্ভাবনা দেখা দিচ্ছে বঙ্গোপসাগরে। যদিও আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে