বাংলাহান্ট ডেস্ক / আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় উত্তরের জেলাগুলিতে বৃষ্টি কমবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। এক নজরে জেনে নিন কোথায় কেমন বৃষ্টি হবে
কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কিছু সময়ের মধ্যে দক্ষিণের বেশ কয়েকটি জেলা আলিপুরদুয়ার ও কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে রয়েছে আগাম বৃষ্টির সতর্কতা।
গত ২৪ ঘণ্টায় দার্জিলিং-য়ে ২.০, কোচবিহারে ০.১, কালিম্পঙে ১০.০, জলপাইগুড়িতে ৭.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একমাত্র শিলিগুড়িতে ৫৭.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। বৃষ্টি কমে যাওয়ায় আপাতত বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি, গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে দুকুল ছাপিয়ে বইছে বিহারের নদী গণ্ডক। নেপালে অতিবৃষ্টির জেরে জল ছাড়া হয়েছে বাল্মিকী নগর ব্যারেজ থেকে। যার জেরে প্লাবিত বহু গ্রাম। কুচায়াকোটের কালামতিহানিয়া ও সদর ব্লকের পাথারায় গন্ডক নদী বিপদসীমা থেকে প্রায় এক মিটার উপরে প্রবাহিত হচ্ছে।
এছাড়াও বিহারে অন্যান্য অঞ্চলেও বাড়ছে জলস্তর। কয়েকবার বাঁধের অবস্থাও ভাল নয়। বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যেই বন্যার জল ঢুকে ফসলের বিরাট ক্ষতি করেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে ভূমিধসের খবরও পাওয়া গিয়েছে।