কলকাতায় বাড়বে অস্বস্তি, জমিয়ে বৃষ্টি পশ্চিমে; এক নজরে বাংলার আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও এই মুহুর্তে শহর কলকাতায় কমবে না আর্দ্রতা জনিত অস্বস্তি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শনিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে ঝলমলে রোদ দেখা যাচ্ছে। কখনও রোদের ছটা, তো সঙ্গে সঙ্গেই আবার কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ।

rain 10
Kolkata Dark clouds & heavy wind covers the sky of Kolkata near Howarh Bridge on the first day of Monsoon in Kolkata on Thursday.PTI Photo(PTI6_11_2015_000162B)

আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কখনও মেঘ, আবার কখনও বৃষ্টি আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যাচ্ছে কলকাতায়। আজ হালকা বৃষ্টি এবং সেইসঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে ভারি বৃষ্টি হবে।

ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৯ থেকে ২১ জুলাই উত্তরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা। বাংলার পাশাপাশি লাল সতর্কতা জারি হয়েছে আসাম ও মেঘালয় রাজ্যেও।

এই রাজ্যগুলি ছাড়াও আরেক উত্তর পূর্বের রাজ্য অরুনাচল প্রদেশে ১৯ ও ২০ তারিখের জন্য হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। ২১ তারিখের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।

প্রত্যাশিত বৃষ্টিপাতের ফলে আসামের বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে বৃহস্পতিবারের পর্যন্ত রাজ্যের ৩৩ জেলার মধ্যে 27 জেলার ৩৯.৮ লক্ষাধিক মানুষ বন্যা দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

সম্পর্কিত খবর