কয়েক ঘন্টায় বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, প্রবল বৃষ্টির সাথে বজ্রপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক / আবহাওয়া : সুখবর শোনাল আবহাওয়া দপ্তর, আগামী ৪৮ ঘন্টায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ এর জেলা গুলিতে। বীরভূম,মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনা তে।

kolkata rain and storm 1
বাংলার আবহাওয়া/ weather of west bengal

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে মেঘলা আকাশ বিরাজ করছে। কিন্তু তাঁর সাথে রয়েছে আদ্রতা জনিত অস্বস্তিও। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে মেঘলা আবহাওয়া থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির আভাষ দিচ্ছে হাওয়া অফিস।

Rain in Kolkata2 2
জুলাইয়ের শুরু থেকেই উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টি হচ্ছে৷ যার জেরে ইতিমধ্যেই বিপর্যস্ত উত্তরের ৫ জেলার স্বাভাবিক জীবন যাত্রা৷ এবার সেখানকার নদীগুলির বিপদসীমা পার করে প্লাবনের আশঙ্কা দেখছে আবহাওয়া দপ্তর। আগামী বুধবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টির কারনে লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।

rainfall 5

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি-এনসিআর, বিহার, পশ্চিম উত্তর প্রদেশেও বাড়বে বৃষ্টি।

পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ওড়িশা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা এবং আসাম ও মেঘালয় জুড়ে প্রবল বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

বৃষ্টিপাতের ফলে আসামের বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে এখনো পর্যন্ত রাজ্যের ৩৩ জেলার মধ্যে 27 জেলার ৩৯.৮ লক্ষাধিক মানুষ বন্যা দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছে।


সম্পর্কিত খবর