বাংলাহান্ট ডেস্ক / আবহাওয়ার খবর : কয়েক দিনের বৃষ্টি কাটিয়ে কিছুটা রোদ উঠেছে শহর কলকাতায়। আর তার সাথেই অতিরিক্ত জলীয়বাষ্পর কারনে চরমে অস্বস্তি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি। মেঘলা আকাশ আর অতিরিক্ত জলীয়বাষ্প এর কারনে টেকা দায়। যদিও রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়াবিদরা জানাচ্ছে, আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখার অবস্থানের কোনও বদল হবে না। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেই সঙ্গে কমছে আদ্রতা জনিত অস্বস্তিও। আবার অন্যদিকে সাগর থেকে প্রচুর পরিমাণে জলবায়ু ঢুকছে স্থলভাগে, যার জেরেই রয়েছে ভারী বর্ষণের আশঙ্কা।
বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। উপর্যুপরি বৃষ্টিতে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাচ্ছে৷ ইতিমধ্যে বিপদসীমার ওপর দিয়ে বইছে বেশ কয়েকটি নদী৷ বৃষ্টির পরিমান বাড়লে ভয়ংকর বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরের ৫ জেলায়।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি-এনসিআর, বিহার, পশ্চিম উত্তর প্রদেশেও বাড়বে বৃষ্টি।
পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ওড়িশা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা এবং আসাম ও মেঘালয় জুড়ে প্রবল বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।