বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়া : আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমে সরে যাচ্ছে। যার ফলে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। একই সাথে শহর কলকাতায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে মেঘলা আকাশ দেখা না গেলেও, বেলার দিকে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় বজ্রপাত যুক্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে রয়েছে আদ্রতার পরিমাণ।
উত্তরবঙ্গে সাময়িক বৃষ্টিপাত কমলেও আবারও শনিবার এবং রবিবার রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষত আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হতে পারে ভারী বৃষ্টিপাত এমনটা জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তর বঙ্গোপসাগরে মাত্র ৬ দিনের মধ্যে আবারও একটি নতুন নিম্নচাপ দানা বাধায় আশঙ্কায় রয়েছেন আবহাওয়াবিদরা। তবে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে মধ্য ভারতের দিকে গেলে ফের একবার আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে শহর কলকাতায়। যদিও সরে যাওয়ার আগে ফের একবার ভারী বৃষ্টি ঘটবে শহরে।
প্রসঙ্গত, ফের একবার ভয়াল ভূমিকম্প ভারতে। কেরালায় (kerala) ফের একবার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। ঈশ্বরের আপন দেশে ভয়ংকর ভূমিকম্পে (earthquake) এখনো পর্যন্ত মৃত ৫।
https://twitter.com/ANI/status/1291626623632986112?s=19
কেরালার ইডুক্কি জেলায় আজ সকালে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৫ জন। অত্যন্ত দ্রুততার সাথে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল। তারা ইতিমধ্যেই ১০ জনকে উদ্দ্বার করেছে বলে জানা গিয়েছে।পাশাপাশি পাঠানো হয়েছে ৫০ জনের জনের দমকল বাহিনী ও মেডিকেল টিমও।