কোন জেলায় কত বৃষ্টি আগামী সপ্তাহে! জানাল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে দাপট দেখাচ্ছে বর্ষা। গুজরাত, মুম্বাই, দিল্লি সহ দেশের নানা প্রান্তে দফায় দফায় প্রবল বৃষ্টিপাতের খব জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বাংলার বিভিন্ন প্রান্তেও এই সপ্তাহে ভারো থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এক নজরে দেখে নিন কোথায় কত বর্ষা

photo 222 4
বাংলার আবহাওয়া/weather of bengal

উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা দার্জিলিং,কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোচবিহার,  আলিপুরদুয়া,জলপাইগুড়ি এবং দক্ষিণ বঙ্গের বেশ কিছু অংশ বাংলাসহ, দুই মেদিনীপুর, কলকাতা, হুগলী, পুরুলিয়া, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে জমিয়ে বর্ষন হবে। আগামী ১০ দিনে কলকাতায় ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। দক্ষিণের কয়েকটি জেলায় এই বৃষ্টিপাত ছাড়াতে পারে ১৫০ মিলিমিটার পর্যন্ত।

rain 9
বাংলার আবহাওয়া/weather of bengal

কোন কোন রাজ্যে ভারী বৃষ্টি
শনিবার ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা, পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্য প্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কোঙ্কন ও গোয়ার বিস্তীর্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় কর্ণাটক এবং কেরালাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

today weather report 39
পাশাপাশি, গত কয়েকদিনে উত্তর এর জেলা গুলিতে অতিভারী বৃষ্টি হওয়ায় ইতিমধ্যে ফুঁসছে তিস্তা সহ অন্য নদীগুলি। মরশুমের শুরু থেকেই বর্ষা যেভাবে দাপিয়ে খেলছে তাতে বন্যার ভ্রুকুটি উপেক্ষা করতে পারছে না আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে তিস্তা নদীতে। ওড়িশায় ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটাতে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। তবে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশ কিছু এলাকায় বৃষ্টি চলবে সপ্তাহভোর।


সম্পর্কিত খবর