বাংলা সহ ১৮ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের মোট ১৮ টি রাজ্যে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর (weather office) । পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ভরা কোটালের জন্য বাংলা ও ওড়িশার মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

rainy day kolkata

কোন কোন রাজ্যে ভারী বৃষ্টি
শনিবার ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা, পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্য প্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কোঙ্কন ও গোয়ার বিস্তীর্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় কর্ণাটক এবং কেরালাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।

Rains lash Noida on Aug 5 2019 1 1024x569 1

রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি হবে
দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷ আবিহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে, ২০ সেন্টিমিটার বৃষ্টি হবে রাজ্যের এই তিন জেলায়৷ কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও জারি হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচটি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে শনিবার পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর।

thewall rain 1

ফিরছেন মৎস্যজীবিরা
বিগত কয়েকদিন ধরেই আবহাওয়ার বেশ খামখেয়ালিপনা দেখছে গোটা বঙ্গ। কখনও হালকা বৃষ্টি, তো আবার কখনও অতি ভারী বৃষ্টি। এরই মধ্যে মরসুমের মাছ ইলিশ ধরতে গিয়েও ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের।১৫ ই জুন থেকে এক এক করে ইলিশের উদ্যেশ্যে পাড়ি দেওয়া দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় ৩ হাজার ট্রলার উপকূলে ফিরতে শুরু করে দিয়েছে। গত বুধবার সকাল থেকেই গভীর সমুদ্রে শুরু হয়েছে উত্তাল ঢেউ সঙ্গে, এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। মাছ ধরতে গিয়ে যাতে ভয়াবহ বিপদের সম্মুখীন না হতে হয় মৎস্যজীবীদের, সেই কারণে তাঁদের ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

Rain in Kolkata21 630x420 1
শহরের তাপমাত্রা
শনিবার সকাল থেকেই কলকাতা শহরে রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। কিছুটা বাড়ছে আবার তাপমাত্রার পারদও। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে


সম্পর্কিত খবর