দুই রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা, জারি লাল সতর্কতা : আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : ভারতের দুই রাজ্যে ভয়ংকর বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া (weather) দপ্তর। কর্ণাটকের ৭ জেলায় অতিবৃষ্টির সতর্কতার সাথে জারি হয়েছে রেড অ্যালার্ট। পাশাপাশি, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ফের একবার সক্রিয় হয়ে মহারাষ্ট্রের উপকূল অঞ্চলে বৃষ্টি ঘটাবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে।

winter rain in Kolkata website

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় কর্ণাটকের ৭টি জেলায় ভয়ংকর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ও উত্তর কান্নাড়া, উদুপি সহ ৭ জেলায় অতিরিক্ত বৃষ্টির কারনে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, কাবেরী ও কৃষ্ণা নদী ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে। কর্ণাটক সরকার ইতিমধ্যেই স্লাইস গেট খুলে দিয়েছে। যার ফলে বন্যার সম্ভাবনাও রয়েছে।

Kolkata weather

আজ ও কাল মুম্বাই ও সংলগ্ন অঞ্চলগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে ফের একবার জলমগ্ন হতে পারে বাণিজ্য নগরী। যার জেরে রাস্তায় স্বাভাবিক যান চলাচল বন্ধ হবে।

অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধার ফলে তা শক্তি বাড়িয়ে ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূল বরাবর এগোচ্ছে। এই নিম্নচাপের সঙ্গে আবার জোট বেঁধেছে একটি ঘূর্ণাবর্তও। যার ফলে ওড়িশা, ছত্রিশগড়, ঝাড়খন্ড এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং কলকাতায় কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে ঘোর বর্ষা।

Weather and Rain alert for cities and states of India 1

মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করার ফলে বেশ কয়েকটি এলাকায় সোমবার রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি পঞ্জাব এবং উত্তর প্রদেশে রয়েছে বৃষ্টির আশঙ্কা। আবার আবহাওয়াবিদরা জানাচ্ছে, কেরল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে আর কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টিপাত আসন্ন। সেই কারণে জারী করা হয়েছে রেড অ্যালার্ট।

আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে শহরের আকাশে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে বেশ কয়েকটি এলাকায় বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, মূলত সারাটা দিন মেঘলা আকাশই বিরাজ করবে শহরের বেশিরভাগ অঞ্চলে


সম্পর্কিত খবর