১০৭ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে ঝড়, সতর্কতা জারি বাণিজ্যনগরীতে : আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আবারও প্রবল গতিতে ঝড় এগিয়ে আসছে বাণিজ্য নগরীতে। আবহাওয়া দপ্তর (weather office)  সূত্রে খবর, ১০৭ কিলোমিটার বেগে বয়ে যাবে এই ঝড়। ঘন্টা তিনেক গোটা মুম্বাই জুড়ে দাপট দেখাবে এই ঝড়। মহারাষ্ট্র সরকার সকলকে বাড়ি থেকে বেরোতে বারন করেছে।

rainfall2 630x420 1
বাংলার আবহাওয়া/ weather of west bengal

ইতিমধ্যেই করোনা আক্রান্ত এর তালিকায় সবার ওপরেই মহারাষ্ট্র। এরই মধ্যে বিপদ বাড়িয়ে ঝড় বৃষ্টি। এর আগে ঘূর্ণিঝড় নিসর্গ তেও ভালো ক্ষতি হয়েছিল বানিজ্য নগরীর। এছাড়াও দফায় দফায় প্রচুর বৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে। এবার এগিয়ে আসছে আরেকটি ঝড়। সব মিলিয়ে করোনা পরিস্থিতিতে আবার বিপদে মুম্বাই৷

শহর কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, মূলত সারাটা দিন আজকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

rain 9
বাংলার আবহাওয়া/weather of bengal

কলকাতা, দুই ২৪ পরগনা. পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম – এই নয় জেলায় অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে এই ৯ জেলায়। দক্ষিণের বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১০০ মিমি পর্যন্ত।

নিম্নচাপের শক্তি কমে গেলেও আর কিছুক্ষণের মধ্যে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মেদিনীপুরে রয়েছে ভারী বৃষ্টির পূর্ভাবাস। এছাড়া মুম্বাই, গুজরাট এবং মহারাষ্ট্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার থেকে বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও, আবার সপ্তাহ শেষে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

সম্পর্কিত খবর