উত্তরের জেলাগুলিতে বন্যা ও ভূমিধস! সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের

বাংলাহান্ট ডেস্ক / আবহাওয়া : ফের একবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর পূর্বের রাজ্যগুলিতে। যার জেরে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে বন্যার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। পাশাপাশি জারি হয়েছে ভূমি ধসের সতর্কতাও।

FLOOD

ভূটান সহ উত্তরে অতি ভারী বৃষ্টির কারনে ইতিমধ্যেই বেশ কিছু অঞ্চলে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। এবার আরো বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। যার জেরে যে কোনো মুহুর্তে দুকুল ছাপিয়ে বইতে পারে উত্তরের নদীগুলি।

 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ফের অতি ভারী বৃষ্টি হবে উত্তরের ৫ জেলায়। হিমালয়ের পাদদেশ দিয়ে মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারনেই এবছর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে।

krishna river flooding karnataka india august 2019 Gov of Karnataka

পাহাড়ে এই অতিভারী বৃষ্টির কারনে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্লাবন এর আশঙ্কা করছেন অনেকে। ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করতে চলেছে নদীগুলি। পাশাপাশি অতি বৃষ্টি ডেকে আনতে পারে ভূমিধস।

ভারতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে যে রবিবার উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিম এবং পূর্ব উত্তর প্রদেশ এবং বিহারে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বেসরকারী পূর্বাভাসকারী স্কাইমেট যোগ করেছেন যে আসাম, মেঘালয়, হিমাচল প্রদেশ এবং উপকূলীয় কর্ণাটক আগামী 24 ঘন্টার মধ্যে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

26835 1677b0ef f201 4cfe a829 a9100fbbdde3

আজ আলিপুরদুয়ার ও কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছিল হাওয়া অফিস। পাশাপাশি আরও জানাচ্ছে, বৃহস্পতিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অর্থাৎ উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙের পাশাপাশি দক্ষিণেও বাড়বে বৃষ্টির পরিমাণ।

গতকাল দুপুর থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জোর বর্ষা। কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে। কিছুটা হলেও ঠাণ্ডা হয়েছে প্রকৃতি। আজও দক্ষিণ এর জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে চলেছে।


সম্পর্কিত খবর