বাংলাহান্ট ডেস্ক : বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আবহাওয়ার (Weather) পূর্বাভাস দিল হাওয়া অফিস, তাও আবার আগামী দু’ঘণ্টায়। বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকাতেও আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। তীব্র গরমের মধ্যে কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি সৈকত শহর দিঘা উপকূল এলাকা জুড়ে। পূর্ব মেদিনীপুরের বকুল এলাকা জুড়ে কালবৈশাখীর দাপট। আজ বিকেল পাচ্ছ নাগাদ পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা কালো মেঘে ঢেকে যায়। কোথাও বাদ দমকা ঝড়ো হাওয়া কোথাও আবার বৃষ্টি লক্ষ্য করা গেছে।
আরোও পড়ুন : রাত ১০.৪৫ বাজলেই লোডশেডিং! বিদ্যুৎ বিভ্রাট নিয়ে জেরবার শহর, CESC’র তরফে যা বলা হল…
গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমের মধ্যে নাজেহাল হয়ে উঠেছিল বঙ্গবাসী। তার মধ্যে কয়েক ফোঁটা বৃষ্টি যেন কিছুটা হলেও সত্যি বয়ে নিয়ে এলো। এ দিন কালবৈশাখীর ঝড়ে বিশাল বড় একটি গাছ ভেঙে পড়েছে পর্যটন শহর দীঘায়। অল্পের জন্য পর্যটক থেকে দোকানদাররা প্রাণে বেঁচেছেন বলেই চলে।
আরোও পড়ুন : রুটির দাম ২৫ টাকা, ৮০০-তে বিকোচ্ছে এক কেজি আটা! ভয়ঙ্কর পরিস্থিতি কাঙাল পাকিস্তানে
এছাড়াও এ দিন বিশাল বড় ঝাঝাউ ও গাছ গাড়ির ওপর ভেঙ্গে পড়ে। চন্দ্রকোনাতেও স্বস্তির বৃষ্টি। গতকালই ৪৭ ডিগ্রি তাপমাত্রা পেরিয়েছিল। দীর্ঘ বেশ কয়েকদিন ধরে তারপর প্রবাহের কারণে দহন জ্বালায় জ্বলছিল দক্ষিণবঙ্গ। আপাতত স্বস্তি মিলেছে কিছু স্থানে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৫ই মে এরপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে বুধবার হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি হয় বিভিন্ন এলাকায়। ক্ষণিকের বৃষ্টিতে কিছুটা হলেও আশার আলো দেখেছে বঙ্গবাসী। গরমের পর বিকেলের দিকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।