দুরন্ত গতিতে বইতে পারে কালবৈশাখী, বাংলা জুড়ে হবে বৃষ্টিঃ আবহাওয়া খবর

বাংলাহান্ট ডেস্কঃ বৈশাখের প্রথম দিকে আবহাওয়ার (Weather) পরিবর্তন হলেও, শেষের দিকে কিন্তু পাশা উল্টাতে শুরু করে দিয়েছে। শেষ লগ্নে বাড়ছে তাপমাত্রার পারদ। কালবৈশাখীর তাণ্ডবের মধ্যেও বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। গত দুদিন ধরেই গরমে হাঁসফাঁস করতে শুরু করে দিয়েছে কলকাতাবাসী। তবে ঝড় বৃষ্টি এখনই পেছন ছাড়ছে না বলে, জানিয়েছে আবহাওয়া দফতর (Weather office)।

922bebe6c85f

কালবৈশাখী সৃষ্টির কারণ
বাংলাদেশ, হরিয়ানায় জোড়া ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে আবহাওয়ার গতিপথ বদলাচ্ছে। এই সৃষ্ট আবহাওয়া উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। আন্দামান সাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে পড়লেও, আবার শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে উত্তর-পশ্চিম ভারতের দেশগুলোতে। পাশাপাশি দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলার পাশপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

cloudy weather 1549970846

শহরের তাপমাত্রা
গতকাল কলকাতা শহরের সকালে তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবারও শহরের তাপমাত্রা একই থাকছে। সকাল থেকেই রোদ ঝলমলে নীল আকাশ দেখা যাচ্ছে শহর জুড়ে। তাপমাত্রার বৃদ্ধির কারণে সকাল থেকেই বেশ গরম অনুভূত হতে শুরু করে দিয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি জেলায় বজ্র বিদ্যুতসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

hot bg20180528145511

 

তাপমাত্রা বৃদ্ধির সংকেত
আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এবছর গরম বাড়বে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে কিছু কিছু অঞ্চলে। কিছু কিছু জায়গায় ১ ডিগ্রির থেকেও বেশি বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রার পারদ ওঠা নামা করবে। যার দরুণ তাপমাত্রা বাড়বে, আবার কমবেও। একটানা বেশি গরম পড়বে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এই বিষয়টাও কিছু প্রকাশ পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে, আবার ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে।


Smita Hari

সম্পর্কিত খবর