টানা তিন চলবে তুমুল ঝড় বৃষ্টি, কালবৈশাখী আছড়ে পড়বে বাংলাজুড়েঃ আবহাওয়ার খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গরমের পারদ সামান্য বাড়তে বাড়তেই, বদল ঘটল আবহাওয়ার (Weather)। সেদ্ধ হওয়া গরমের মাঝেও, স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দফতর (Weather office)। আগামী তিন দিন ঘণ্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী। ঝড় বৃষ্টি হবে রাজ্যের সর্বত্রই। বিশেষত দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে দেখা যাবে এই কালবৈশাখীর প্রভাব।

কালবৈশাখী সৃষ্টির কারণ
বাংলাদেশ, হরিয়ানায় জোড়া ঘূর্ণাবর্ত উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। আন্দামান সাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে উত্তর-পশ্চিম ভারতের দেশগুলোতে। পাশাপাশি দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলার পাশপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরমে হাঁসফাঁস করতে থাকা রাজ্যবাসী, এবার ভিজবে বৃষ্টিতে।

শহরের তাপমাত্রা
গতকাল কলকাতা (Kolkata) শহরের সকালে তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকে শহরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। ধীরে ধীরে আরও আবছা হতে শুরু করবে এবং দমকা বাতাস বইতে পারে।

বৃষ্টির আশঙ্কা
সন্ধের দিক থেকে শুরু করে আগামী দুই-তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের সর্বত্রই রয়েছে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া মালদা এবং দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টি এবং বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় হাওয়া অফিস। আবার মুর্শিদাবাদের উপর দিয়ে প্রবল রূপে কালবৈশাখী বয়ে যাওয়ার আভাসও দিচ্ছে তারা।

সম্পর্কিত খবর

X