বাংলাহান্ট ডেস্কঃ অন্যান্য বছরের তুলনায় এবছর মে মাসের আবহাওয়া (Weather) বেশ অন্যরকম। এবছর এপ্রিল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। দিনের বেলা গরম সামান্য পড়লেই, দিনান্তে কালো মেঘ এসে হাজির হচ্ছে। যার জেরে প্রবল ঝড় বৃষ্টি, আবার কোথাও কোথাও কালবৈশাখীরও তান্ডব দেখা যাচ্ছে। বুধবার সকালের দিকে ঝলমলে নীল আকাশে রোদের ছটা দেখা গেলেও, বিকালের দিকে রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা, জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather office)।
কালবৈশাখী সৃষ্টির কারণ
সকালের দিকে গরম অনুভূত হলেও, সন্ধ্যের দিকে প্রায় ৬০-৭০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, হরিয়ানায় জোড়া ঘূর্ণাবর্ত উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। আন্দামান সাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে উত্তর-পশ্চিম ভারতের দেশগুলোতে। পাশাপাশি দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলার পাশপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরমে হাঁসফাঁস করতে থাকা রাজ্যবাসী, এবার ভিজবে বৃষ্টিতে।
শহরের তাপমাত্রা
গতকাল কলকাতা (Kolkata) শহরের সকালে তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল রোদ ঝলমলে,প্যাচপ্যাচে গরম আবহাওয়া থাকলে, বেলা বাড়ার সাথে সাথে আবছা হতে শুরু করবে। বেশ কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টিরও সম্ভাবনার কথা জানান দিল হাওয়া অফিস।
বৃষ্টির আশঙ্কা
সন্ধের দিক থেকে শুরু করে আগামী দুই-তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের সর্বত্রই রয়েছে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া মালদা এবং দুই দিনাজপুরে ঝড়-বৃষ্টি এবং বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় হাওয়া অফিস। আবার মুর্শিদাবাদের উপর দিয়ে প্রবল রূপে কালবৈশাখী বয়ে যাওয়ার আভাসও দিচ্ছে তারা।