সৃষ্ট নিম্নচাপের জেরে ধেয়ে সছে প্রবল ঝড় বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আর মাত্র কিছুক্ষণ, তারপরই ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়, আভাস দিচ্ছে আবহাওয়া দফতর (Weather office)। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের প্রভাবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় আছড়ে পড়তে পারে প্রবল ঝড় বৃষ্টি।

1 jpg 710x400xt 4

ঝড় বৃষ্টির কারণ
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে গভির নিম্নচাপের ফলে প্রায় ৬০-৭০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের কয়েকটি জেলার পাশাপাশি দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

brristi 2

মৌসম ভবনের পক্ষ থেকে বৃষ্টির পূর্ভাবাস
মৌসম ভবন জানিয়েছে, এবারে বর্ষা ঢুকবে সঠিক সময়ে। দক্ষিণ -পশিম মোয়সুমি বায়ুর প্রভাবে এবছর বর্ষা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষার আগমন ঘটবে। স্বাভাবিক সময়েই হবে এই বৃষ্টি। এতে করে কৃষি কাজেও খুব একটা সমস্যা সৃষ্টি হবে না। কৃষকদের জন্যও এল সুখবর। এর পাশাপাশি জুনের প্রথমেই কেরালায় বর্ষা প্রবেশ করবে। এবং তারপর তা পানজিম, পুনে ও মুম্বই হয়ে রাজধানীতে প্রবেশ করবে।

112

প্রবল গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধির সংকেত
আবার, আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এবছর গরম বাড়বে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে কিছু কিছু অঞ্চলে। আবার কিছু কিছু জায়গায় ১ ডিগ্রির থেকেও বেশি বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রার পারদ ওঠা নামা করবে। যার দরুণ তাপমাত্রা বাড়বে , আবার কমবেও। একটানা বেশি গরম পড়বে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এই বিষয়টাও কিছু প্রকাশ পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে, আবার ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে।


Smita Hari

সম্পর্কিত খবর