কেমন থাকবে আজকের আবহাওয়ার, জেনে নিন কি জানাল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ তাপমাত্রার (temperature) তারতম্য ঘটতে শুরু করে দিয়েছে। রোদ বৃষ্টির খেলা চলছে রাজ্যজুড়ে। কখনও মেঘ, কখনও আবার বৃষ্টি। এই কয়েকদিন ধরে তাপমাত্রার বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ কিন্তু আংশিক রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে রাজ্যজুড়ে জানিয়ে দিল আবহাওয়া দফতর (Weather office)। এরই সাথে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

WEATHER

বুধবার মৌসম ভবন জানিয়েছে, এবারে বর্ষা ঢুকবে সঠিক সময়ে। দক্ষিণ -পশিম মোয়সুমি বায়ুর প্রভাবে এবছর বর্ষা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষার আগমন ঘটবে। স্বাভাবিক সময়েই হবে এই বৃষ্টি। এতে করে কৃষি কাজেও খুব একটা সমস্যা সৃষ্টি হবে না। কৃষকদের জন্যও এল সুখবর। এর পাশাপাশি জুনের প্রথমেই কেরালায় বর্ষা প্রবেশ করবে। এবং তারপর তা পানজিম, পুনে ও মুম্বই হয়ে রাজধানীতে প্রবেশ করবে।

weather 1 20190719

গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৫ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ তাপমাত্রার কিছুটা পরিবর্তন হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু কিছু অংশে। এর পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও। তবে তুষারপাতের সম্ভাবনাও খুবই কম। আজ সারাদিন আংশিক রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

679f0ae1 b3f6 48b6 be23 e79ec262b71c

আবার, আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এবছর গরম বাড়বে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে কিছু কিছু অঞ্চলে। আবার কিছু কিছু জায়গায় ১ ডিগ্রির থেকেও বেশি বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রার পারদ ওঠা নামা করবে। যার দরুণ তাপমাত্রা বাড়বে , আবার কমবেও। একটানা বেশি গরম পড়বে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

Smita Hari

সম্পর্কিত খবর