বাংলাহান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টি (Rain) লক্ষ্য করা গেছে। বেশ কিছু অংশে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতসহ প্রবল ঝড় বৃষ্টি হতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার বেশ পরিবর্তন অনুভূত হচ্ছে। আজ রাজ্যের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুতসহ প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাসের জানান দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Weather office)।
বুধবার মৌসম ভবন জানিয়েছে, এবারে বর্ষা ঢুকবে সঠিক সময়ে। দক্ষিণ -পশিম মোয়সুমি বায়ুর প্রভাবে এবছর বর্ষা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষার আগমন ঘটবে। স্বাভাবিক সময়েই হবে এই বৃষ্টি। এতে করে কৃষি কাজেও খুব একটা সমস্যা সৃষ্টি হবে না। কৃষকদের জন্যও এল সুখবর। এর পাশাপাশি জুনের প্রথমেই কেরালায় বর্ষা প্রবেশ করবে। এবং তারপর তা পানজিম, পুনে ও মুম্বই হয়ে রাজধানীতে প্রবেশ করবে।
গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৫ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ তাপমাত্রার বেশ কিছুটা পার্থক্য লক্ষ্য করা যাবে। আজ তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ রাজ্যের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুতসহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কিছু কিছু অংশে সামান্য বৃষ্টিপাত এবং তুষারপাতের আভাস দিচ্ছে হাওয়া অফিস।
আবার, আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এবছর গরম বাড়বে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে কিছু কিছু অঞ্চলে। আবার কিছু কিছু জায়গায় ১ ডিগ্রির থেকেও বেশি বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রার পারদ ওঠা নামা করবে। যার দরুণ তাপমাত্রা বাড়বে , আবার কমবেও। একটানা বেশি গরম পড়বে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এই বিষয়টাও কিছু প্রকাশ পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে, আবার ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে।