আর মাত্র কিছুক্ষণ, প্রবল বর্ষণে ভিজতে চলেছে বাংলাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ ধীরে ধীরে বর্ষার মরশুম ঢুকছে, বদলাছে আবহাওয়া (Weather)। দানা বাধছে কালবৈশাখীর মেঘ। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি, আভাস দিচ্ছে আবহাওয়া দফতর (Weather office)। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশকিছু জেলায় রবিবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

megh 1

বৃষ্টির কারণ
পূবালী ও দক্ষিণী হওয়ার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে ফলে নতুন করে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, আগামী ৩-৪ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৫ জেলায়। বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাগুলির পাশাপাশি বীরভূম ও মালদহেও শুরু হয়ে গেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এমনকি কালবৈশাখীর জেরে ক্ষয় ক্ষতিও হয়েছে প্রচুর।

rain 1 4

শহরের তাপমাত্রা
আজ কলকাতা (Kolkata) শহরে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। তবে তাপমাত্রার খুব একটা হেরফের আজ লক্ষ্য করা যাবে না। গতকাল সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। ধীরে ধীরে আরও মেঘ ঘনীভূত হতে পারে। সাথে দমকা বাতাসও বইবে জানাচ্ছে হাওয়া অফিস।

Rain 6

মৌসম ভবনের পক্ষ থেকে বৃষ্টির পূর্ভাবাস
মৌসম ভবন জানিয়েছে, এবারে বর্ষা ঢুকবে সঠিক সময়ে। সেই মতই দক্ষিণ -পশিম মৌসুমী বায়ুর আগমন ঘটতে শুরু করে দিয়েছে। মে মাসের শেষ থেকেই বর্ষার আগমনের সংকেত দিচ্ছে আবহাওয়াবিদরা। স্বাভাবিক সময়ের এই বৃষ্টির ফলে  কৃষি কাজেও খুব একটা সমস্যা সৃষ্টি হবে না। কৃষকদের জন্যও এল সুখবর। এর পাশাপাশি জুনের প্রথমেই কেরালায় বর্ষা প্রবেশ করবে। এবং তারপর তা পানজিম, পুনে ও মুম্বই হয়ে রাজধানীতে প্রবেশ করবে। তবে কালবোইশাখীর মেঘ হঠাৎ হঠাৎ সৃষ্টি হয় বলে, কোথায় কখন বৃষ্টি শুরু হবে, তা সঠিক ভাবে জানাতে পারছে না আবহাওয়া দফতর।

Smita Hari

সম্পর্কিত খবর