আবহাওয়া আপডেটঃ রাজ্যজুড়ে বিকেল থেকে হতে পারে ঝড় বৃষ্টি

বাংলাহান্ট ডেস্কঃ গ্রীষ্মের আবহাওয়াতেও (Weather) কাটছে না ঠান্ডার রেশ। থামার নামই নিচ্ছে না বর্ষা। ক্রমাগত নিম্নমুখী হচ্ছে আবহাওয়ার পারদ। গতকাল বেশ কিছু জায়গায় প্রবল ঝড় বৃষ্টির পর আজ রয়েছে সেই একই সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather office)। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায়ও রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা। সকালের দিকে আবহাওয়া ভালো থাকেলও, বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা থাকছে।

cyclone fani 11

দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার। আবার, শনিবার দিন ওইসব অঞ্চলে ঝড় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবার নতুন সপ্তাহেও থাকবে ঝড়ের আবহাওয়া। সোমবার হতে পারে প্রবল ঝড় বৃষ্টিসহ বজ্রপাত। আবার সপ্তাহের মাঝামাঝিতে আন্দামান সাগর থেকে নিম্নচাপ তৈরি হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।

1551183228 79ae1379 93ba 4c07 9964 187eb0754229 1024x768 1

গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৯ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঝড় বৃষ্টির ফলে এপ্রিলের প্রবল গ্রীষ্মের মধ্যেও কলকাতার আবহাওয়া বেশ নিম্নগামী। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাজ্যের বেশকিছু এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতেরও আশঙ্কা করছে হাওয়া অফিস। সকালের দিকে কালো মেঘের ঘনঘটা দেখা না গেলেও, বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন ঘটার সম্ভাবনা প্রবল।

Weather 5

আবার জানিয়ে রাখি, চলতি সপ্তাহে ঝড় বৃষ্টি হলেও মৌসম ভবন জানিয়েছে, এবারে বর্ষা ঢুকবে সঠিক সময়ে। দক্ষিণ -পশিম মোয়সুমি বায়ুর প্রভাবে এবছর বর্ষা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষার আগমন ঘটবে। স্বাভাবিক সময়েই হবে এই বৃষ্টি। এতে করে কৃষি কাজেও খুব একটা সমস্যা সৃষ্টি হবে না। কৃষকদের জন্যও এল সুখবর। এর পাশাপাশি জুনের প্রথমেই কেরালায় বর্ষা প্রবেশ করবে। এবং তারপর তা পানজিম, পুনে ও মুম্বই হয়ে রাজধানীতে প্রবেশ করবে।

সূত্রের খবর, বাংলাদেশ ও মধ্য প্রদেশে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় তা, উত্তর বাংলাদেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দক্ষিণ বিহার ও মধ্যপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার দরুণ চলতি সপ্তাহেও বৃষ্টি চলবে বলে আশঙ্কা করা হচ্ছে।


Smita Hari

সম্পর্কিত খবর