আজকেই ভারতে আছড়ে পড়বে নিসর্গ ঘূর্ণিঝড়, জেনেনিন কোন কোন রাজ্য হবে প্রভাবিত!

বাংলাহান্ট ডেস্কঃ মুম্বাইয়ের আকাশে নিসর্গ (nisarga) ঘূর্ণিঝড়ের কালো মেঘ বিরাজ করলেও, বাংলার আবহাওয়া (Weather) কিন্তু মনোরম। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। রোদের পারদও চড়ছে জোরকদমে। এরই মাঝে গতকাল অল্প সময়ের বজ্রপাত যুক্ত বৃষ্টিতে সামান্য ঠাণ্ডা হয়েছে পরিবেশ।

আবার মহারাষ্ট্র এবং গুজরাট অঞ্চলের দিকে ধেয়ে আসা নিসর্গের দরুন আজ তান্ডব চলতে পারে মহানগরী মুম্বাইয়ে। ক্ষতিগ্রস্থ হতে পারে উপকূল অঞ্চলগুলিও। তাঁর রেশ সামান্য হলেও বাংলায় আসতে পারে নিম্নচাপ হয়ে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather office)। করোনা প্রাদুর্ভাবের মধ্যেই নিসর্গ আতঙ্কে রয়েছে মহারাষ্ট্রবাসী।

kolkata weather 1200x900 1

সতর্কতা জারী
ঘণ্টায় প্রায় ১২৫ কিমি বেগে উপকূলের উপর তাণ্ডব দেখাতে পারে এই নিসর্গ। এই সময়কালে সমুদ্র উপকূলবর্তী মানুষজনকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সমুদ্র যাত্রা থেকে নিষেধ করা হয়েছে। লাল সতর্কবার্তা জারী করা হয়েছে সর্বত্র।

শহরের তাপমাত্রা
আজ সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। গতকাল শহররে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ তাপমাত্রার খুব একটা পরিবর্তন নাও ঘটতে পারে। তবে বজ্র বিদ্যুতসহ ঝড় বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বইবে দমকা বাতাসও।

weather 09 1494332287 28 1503886211

প্রভাব পড়বে না বাংলায়
আবহাওয়া দফতর জানাচ্ছে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিসর্গ ক্রমশ শক্তিবৃদ্ধি করে মহারাষ্ট্র ও গুজরাট অঞ্চলে আছড়ে পড়লেও, বাংলায় সেভাবে কোন প্রভাব পড়বে না। নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। বাংলায় আমফান রূপী মহাপ্রলয় ঘটে গিয়ে সব তছনছ করে দিয়ে, এবার মুম্বাইকে ওলট পালট করতে আসছে নিসর্গ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর