আবারও ঘনিয়ে আসছে মেঘ, চলতি সপ্তাহেই হবে ভারি বৃষ্টিপাতঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ চড়ছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই প্যাচপ্যাচে গরম আবহাওয়ায় (Weather) নাজেহাল শহরবাসী। চাইছে একটু স্বস্তির বৃষ্টি। গরমে হাঁসফাঁস করতে থাকা মানুষজনকে বৃষ্টির কিছুটা আশ্বাস দিল আবহাওয়া দফতর (Weather office)। বজ্রগর্ভে মেঘ তৈরি করছে জলীয় বাস্প। তার জেরে ৭ ই জুন উত্তরবঙ্গে এবং ১১ ই জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা।

আগামী বুধবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টি বাড়ার সাথে সাথে কিছু কিছু এলাকায় বজ্রপাতযুক্ত বৃষ্টিরও পূর্বাভাস দিল হাওয়া অফিস।

Rain in Kolkata21 630x420 1

বৃষ্টির কারণ
ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে শুরু করে দিয়েছে কেরলে। স্ট্রং সাউদার্লিতে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। যার জেরেই বর্ষার আগমনী সংকেত পাচ্ছে আবহাওয়াবিদরা। তামিলনাড়ু, পন্ডিচেরির বেশ কিছু এলাকায় শুরু হয়ে গেছে বৃষ্টি। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবার বাংলার দিকে।

rain 1 2

শহরের তাপমাত্রা
আজ সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। গতকাল শহররে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। আজ সর্বোচ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকেব ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে রোদের তাপ বিরাজ করলেও, বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির আভাস দিল হাওয়া অফিস।

weather

প্রবল গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধির সংকেত
আবার, আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এবছর গরম বাড়বে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে কিছু কিছু অঞ্চলে। আবার কিছু কিছু জায়গায় ১ ডিগ্রির থেকেও বেশি বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রার পারদ ওঠা নামা করবে। যার দরুণ তাপমাত্রা বাড়বে , আবার কমবেও। একটানা বেশি গরম পড়বে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এই বিষয়টাও কিছু প্রকাশ পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে, আবার ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে।

Smita Hari

সম্পর্কিত খবর