ঘনীভূত হচ্ছে মেঘ, হতে পারে বজ্রপাতসহ বৃষ্টি! বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ বাড়ছে তাপমাত্রার পারদ। চড়চড় করে বাড়ছে গরমের তাপ। জুন মাস পড়তেই আবহাওয়ার (Weather) পরিবর্তন বেশ ভালো ভাবেই লক্ষ্য করা যাচ্ছে। গ্রীষ্মের প্রবল তাপে নাজেহাল প্রাণীকূল। দিনের শুরু থেকেই ভ্যাপসা গরম অনুভূত হতে শুরু করেছে। বেলা যত বড়ছে, রোদের তেজ ততই বৃদ্ধি পাচ্ছে। তবে আজ কিছু কিছু জায়গায় হতে পারে বৃষ্টি।

তবে আবার এরই মধ্যে আরও এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া দফতর (Weather office)। নতুন করে একটি নিম্নচাপ তৈরির অবস্থা সৃষ্টি হচ্ছে ফের বঙ্গোপসাগরে।

weather 6

তৈরি হচ্ছে নিম্নচাপ
বঙ্গোপসাগরে তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে উপকূলে আছড়ে পড়বে কিনা, তা এখনই সঠিক ভাবে জানাতে পারেছে না মৌসম ভবন। ঠিক কবে এবং কতোটা শক্তি নিয়ে কোথায় আছড়ে পড়বে, তা এখনও জানাতে পারেননি তারা। লক্ষ্য রাখা হচ্ছে সেই বিষয়ে। এখনও ৪-৫ দিন সময় লাগবে বলে জানিয়েছে মৌসম ভবন। পাশাপাশি এও জানিয়েছে, এই ধরণের অনেক নিম্নচাপ সৃষ্টি হলেও, তাঁর ঘূর্ণিঝড়ে পরিণত নাও হতে পারে। তবে এই নিম্নচাপ ওড়িশার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি।

thewall rain 1বৃষ্টির কারণ
ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে শুরু করে দিয়েছে কেরলে। স্ট্রং সাউদার্লিতে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। যার জেরেই বর্ষার আগমনী সংকেত পাচ্ছে আবহাওয়াবিদরা। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবার বাংলার দিকে। তবে বাংলায় তীব্র দাবদাহের হাত থেকে মানুষজনকে মুক্তি দিতে এই সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টির আগমনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর।

শহরের তাপমাত্রা
আজ সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। গতকাল শহররে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। আজ সর্বোচ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকেব ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে প্যাচপ্যাচে গরমে নাজেহাল মানুষজন। রোদও উঠেছে বেশ নিজের মেজাজে। তবে বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুতসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

19heat04

প্রবল গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধির সংকেত
আবার, আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এবছর গরম বাড়বে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে কিছু কিছু অঞ্চলে। আবার কিছু কিছু জায়গায় ১ ডিগ্রির থেকেও বেশি বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রার পারদ ওঠা নামা করবে। যার দরুণ তাপমাত্রা বাড়বে , আবার কমবেও। একটানা বেশি গরম পড়বে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এই বিষয়টাও কিছু প্রকাশ পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে, আবার ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে।

Smita Hari

সম্পর্কিত খবর