তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ঘূর্ণাবর্তের জেরে চলবে ঝড় বৃষ্টিঃ আবহাওয়া খবর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ শনিবার সকাল থেকে আবহাওয়ার (Weather) সামান্য পরিবর্তন হয়েছে। রোদ ঝলমলে নিল আকাশ দেখা গেলেও, বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া পরিবর্তনের আশঙ্কা করছেন আবহাওয়া দফতর (Weather office)। এর পাশাপাশি বেড়েছে তাপমাত্রার পারদও। জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরও, বেশ গরম পড়তে শুরু করে দিয়েছে।

আবহাওয়া পরিবর্তনের কারণ
বাংলাদেশ, হরিয়ানায় জোড়া ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে আবহাওয়ার গতিপথ বদলাচ্ছে। এই সৃষ্ট আবহাওয়া উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। আন্দামান সাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে পড়লেও, আবার শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে উত্তর-পশ্চিম ভারতের দেশগুলোতে।

শহরের তাপমাত্রা
গতকাল কলকাতা শহরের সকালে তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শনিবার তাপমাত্রা সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে। আজ কলকাতায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকে মেঘ মুক্ত উজ্জ্বল আকাশের উপস্থিতি লক্ষ্য করা গেলেও, কিছুক্ষণের মধ্যে কালবৈশাখীর আভাস দিচ্ছে হাওয়া অফিস। তবে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুত সহ ঝড়েরও সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।

কোথায় কোথায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা
মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার এবং শনিবার উত্ত্রবঙ্গে ঝড় বৃষ্টির আশঙ্কা কম থাকলেও, রবিবার থেকে ফের ঝড় বৃষ্টি বাড়তে পারে। বজ্রগর্ভে মেঘ থেকে হতে পারে এই ঝড়-বৃষ্টি।

সম্পর্কিত খবর

X