বাংলাহান্ট ডেস্কঃ জলীয় বাষ্পের আগমনে বাংলায় (West bengal) বর্ষার প্রবেশ ঘটলেও, কিছুতেই যেন আবহাওয়ার (Weather) পরিবর্তন হচ্ছে না। বৃষ্টিতে কাটিয়েও একটা গুমোট গরম আবহাওয়া কিন্তু রয়েই যাচ্ছে। বজ্রগর্ভে বাড়ছে মেঘ, আর অন্যদিকে বাতাসে আদ্রতা বেশি থাকার কারণে পরিবেশে বাড়ছে উষ্ণতার প্রভাব।
তবে তাপমাত্রার পারদ চড়লেও বৃষ্টি কিন্তু জারী থাকবে সপ্তাহভোর। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে ভিজবে আবার বাংলা, জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather office)।
জারী থাকবে বর্ষা
উত্তরবঙ্গকে ভাসিয়ে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন করতে ধেয়ে আসছে বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টিপাত। মাঝে মনশুন ব্রেক নিলেও, ফের নিজের মুডে রয়েছে প্রকৃতি। ভাসতে চলেছে বাংলা। সপ্তাহান্তে ধীরে ধীরে কলকাতায় বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গের জন্য লাল সতর্কতা জারী থাকলেও, বাংলায় সেরকম কোন আশঙ্কা করছে না আবহাওয়াবিদরা।
শহরের তাপমাত্রা
বুধবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের সামান্য মেঘলা আকাশ তো আবার কখনও রোদের প্রকাশ ঘটতে দেখা যাচ্ছে। তবে গুমোট গরমে ছেয়ে রয়েছে বাংলার সবর্ত্রই। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ শহরে রাতের তাপমাত্রা সামান্য হলেও বাড়তে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
সকাল থেকে মেঘ রোদের খেলা চললেও, বেলার দিকে ধেয়ে আসছে বৃষ্টি। শহরের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বাংলার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আভাষ দিচ্ছে হাওয়া অফিস।
ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি
ওড়িশায় ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটাতে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। তবে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশ কিছু এলাকায় বৃষ্টি জারী থাকবে। কখনও রোদ কখনও বৃষ্টি, এভাবেই চলবে আবহাওয়ার খেলা। তবে সামান্য হলেও বাড়বে আবার উষ্ণতার পারদ।