খামখেয়ালি মৌসুমী বায়ু, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভবনা খুবই কমঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টির পরিমাণ কমে গেলেও ফের বদল ঘটছে আবহাওয়ার (Weather)। উত্তরবঙ্গে আবারও ধেয়ে আসছে জোর বর্ষা। ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও করছে আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়লেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির কোন চিহ্ন দেখা যাচ্ছে না। আষাঢ় পেরিয়ে শ্রাবণের সূচনা ঘটলেও, ভারী বর্ষণের চেহারা এখনও দেখতে পায়নি কলকাতার মানুষ।

whatsapp image 2019 06 28 at 10 18 49

বৃষ্টির আভাষ
মেঘলা করে দু এক পশলা বৃষ্টির দেখা মিললেও, ভারী বর্ষণের দেখা নেই। বেড়েই চলেছে আদ্রতা জনিত অস্বস্তি। মৌসুমী অক্ষরেখা আবারও হিমালয় পাদদেশ এলাকায় অবস্থান করার ফলে, দক্ষিণবঙ্গে সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে দক্ষিণের বেশকিছু জেলায় আবহাওয়ার পরিবর্তনের ফলে ভারী বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

banner oes hot mobile

শহরের তাপমাত্রা
শনিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে ঝলমলে রোদ দেখা যাচ্ছে। কখনও রোদের ছটা, তো সঙ্গে সঙ্গেই আবার কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ। সেই সঙ্গে রয়েছে আদ্রতা জনিত অস্বস্তিও। সোনালী রোদ বিরাজ করার মাঝেই কালো মেঘ উড়ে এসে দু এক পশলা বৃষ্টিও হয়ে যাচ্ছে। আবার ফিরে আসছে রোদের ঝলকানি।

rainfall 5

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কখনও মেঘ, আবার কখনও বৃষ্টি আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যাচ্ছে কলকাতায়। আজ হালকা বৃষ্টি এবং সেইসঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর