বাংলাহান্ট ডেস্কঃ আবারও উত্তরবঙ্গের আশঙ্কাজনক আবহাওয়ার (Weather) আভাষ দিচ্ছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। তবে দক্ষিণবঙ্গে আদ্রতার পরিমাণ বাড়লেও, আজ বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আগামী সপ্তাতেও রয়েছে বৃষ্টির আশঙ্কা।
প্রবল বৃষ্টির ফলে উত্তরবঙ্গে নদীগুলির হাল বেহাল। বন্য পরিস্থিতি হওয়ার জোগাড়। সরকারী তরফ থেকে বন্যা নিয়ন্ত্রণের সবরকম চেষ্টা করা হচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়লেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির কোন চিহ্ন দেখা যাচ্ছে না। আষাঢ় পেরিয়ে শ্রাবণের সূচনা ঘটলেও, ভারী বর্ষণের চেহারা এখনও দেখতে পায়নি কলকাতার মানুষ।
শহরের তাপমাত্রা
রবিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে ঝলমলে রোদ দেখা যাচ্ছে। ঝলমলে রোদের ফাঁকে মাঝে মাঝে উঁকি দিয়ে মেঘও দেখা দিচ্ছে। সেই সঙ্গে রয়েছে আদ্রতা জনিত অস্বস্তিও। সোনালী রোদ বিরাজ করার মাঝেই কালো মেঘ উড়ে আসছে আবার। তা কাটিয়ে উঠে আবারও ফিরে আসছে রোদের ঝলকানি।
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কখনও মেঘ, আবার কখনও বৃষ্টি আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যাচ্ছে কলকাতায়। তবে আজ শহরের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতসহ ঝড়ের আভাষ দিচ্ছে আবহাওয়াবিদরা।
বৃষ্টির আশঙ্কা
আগামী সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা করছে হাওয়া অফিস। জানাচ্ছে, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূমের বেশ কয়েকটি অঞ্চলে ঘনিয়ে আসছে জোর বর্ষা।