বাংলার বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে আবহাওয়ার (Weather) পরিস্থিতি ক্রমশ আশঙ্কাজনক হয়ে উঠছে। বেশ কয়েকদিনের প্রবল বৃষ্টিতে দিল্লীতে জলের মধ্যে কোথাও গাড়ি ডুবে যাচ্ছে, আবার কোথাও অতিবৃষ্টির ফলে বাড়ি ধসে পড়ছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত ঘটলেও, দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে কোন বৃষ্টির খবর নেই বললেই চলে। বাংলার (West bengal) দুইপ্রান্তে দুই ভিন্ন রূপের আবহাওয়া বিরাজ করছে।

Rain in Kolkata2 2

জারী হয়েছে সতর্কতা
টানা বেশ কয়েকদিন ধরে বৃষ্টির পরও আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে রয়েছে ভারী বর্ষণের আভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বন্যা পরিস্থিতি আশঙ্কা করে জারী করা হয়েছে সতর্কতা। তবে উত্তরে বন্যা পরিস্থিতি তৈরি হলেও, দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় সেরকম কোন পূর্বাভাস জারী করা হয়নি। দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Inside West Bengal

শহরের তাপমাত্রা
সোমবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে মেঘলা আকাশ বিরাজ করছে। কিন্তু তাঁর সাথে রয়েছে আদ্রতা জনিত অস্বস্তিও। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে মেঘলা আবহাওয়া থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির আভাষ দিচ্ছে হাওয়া অফিস।

rainy day kolkata

বৃষ্টির আশঙ্কা
আগামী সপ্তাহে ভারী বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। জানাচ্ছে, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূমের বেশ কয়েকটি অঞ্চলে ঘনিয়ে আসছে জোর বর্ষা।


Smita Hari

সম্পর্কিত খবর