ঘণীভূত হচ্ছে মেঘ, বাংলার বেশকিছু জেলায় ধেয়ে আসছে বৃষ্টিঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশের উপরে অবস্থান করার ফলে আবহাওয়ার (Weather) পরিবর্তনের জেরে উত্তরবঙ্গে টেস্ট ম্যাচ শুরু করেছে বৃষ্টি। বেশ কয়েকদিন ধরে হয়েই চলেছে প্রবল বৃষ্টিপাত। যেন বিরতি নিতেও ভুলে গেছে। প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি সেইসঙ্গে ধসের আশঙ্কা করা হচ্ছে উত্তরের বিভিন্ন এলাকায়।

rain in kolkata

উত্তরে রয়েছে লাল সতর্কতা
উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় পর পর বেশ কয়েকদিনের প্রচন্ড বৃষ্টির ফলে, জনজীবন ব্যহত হওয়ার জোগাড়। অতিবৃষ্টির ফলে পাহাড়ি নদীগুলি উপছে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। জারী করা হয়েছে লাল সতর্কতা। উত্তরের বেশ কয়েকটি জেলার প্রশাসনকে বিপজ্জনক পরিস্থিতির জন্য আগাম প্রস্তুত থাকতে বলা হয়েছে। বৃষ্টি চলবে ২২ শে জুলাই অবধি।

Kolkata rain5

বৃষ্টি হবে দক্ষিণেও
বাংলার উত্তরে লাল সতর্কতা জারী করা হলেও, দক্ষিণে কিন্তু বৃষ্টির তেমন কোন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। একই সাথে দুই বঙ্গে বৃষ্টির আগমন ঘটলেও, উত্তরে লাগাতার টেস্ট ম্যাচ খেললেও দক্ষিণে নেট প্র্যাকাটিসের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে এবার উত্তরের পাশাপাশি বৃষ্টি চলবে দক্ষিণেও। কম হলেও, জারী থাকবে বৃষ্টি।

rain 5

শহরের তাপমাত্রা
মঙ্গলবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে মেঘলা আকাশ বিরাজ করছে। কিন্তু তাঁর সাথে রয়েছে আদ্রতা জনিত অস্বস্তিও। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে মেঘলা আবহাওয়া থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির আভাষ দিচ্ছে হাওয়া অফিস।

সেইসঙ্গে আবহাওয়াবিদরা জানাচ্ছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ উত্তরের বেশকিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর